borshar srotodhara - aroma's lyrics
Loading...
[verse]
ধোয়া ওঠা বর্ষাস্নাত নীরব সকাল;
ভালো লাগে না, ভালো লাগে না
এত নিষ্ঠুরতা আমি আর নিতে পারি না
[pre*chorus]
ঝমঝমে বর্ষায় ভিজে একাকার
হৃদয়ের আকাশে কালো মেঘের হাহাকার
আমি জানি না আমি কাঁদি নাকি না
অশ্রু না তবে কি বর্ষার স্রোতোধারা?
[chorus]
তবে কি বর্ষার স্রোতোধারা?
তবে কি বর্ষার স্রোতোধারা?
[bridge]
জানি না কোথায় সব ব্যাথারা
একরাশ অনুভূতি জমাট বাধা
জানি শুধু আমার এই পৃথিবীটা একা
নিষ্ঠুর ভারি এই নিঃসঙ্গতা
[pre*chorus]
আমি জানি না আমি কাঁদি নাকি না
অশ্রু না তবে কি বর্ষার স্রোতোধারা?
[chorus]
তবে কি বর্ষার স্রোতোধারা?
তবে কি বর্ষার স্রোতোধারা?
Random Song Lyrics :
- mr system - battery operated orchestra lyrics
- meet me in the middle - erin harpe lyrics
- promo - elvis perkins lyrics
- alone 2 - kitto lyrics
- equality - darkskin warrior lyrics
- goner - moodi. lyrics
- no victory in war - demonstealer lyrics
- crave - fate destroyed lyrics
- no north star - the million reasons lyrics
- ivory tower - kahlen barry lyrics