silent twilight - aroma's lyrics
[intro]
গোধুলীর এই নিস্তব্ধতা আমায় হারিয়ে ফেলে অসীমে
অব্যাক্ত বর্ণনায় সে হয়ত আমায় কিছু বলতে চায়
নারকেল পাতা সূর্যের লাল আভা মেখে একাকার
ঝাকে ঝাকে গৃহগামী অচেনা পাখি; কাঠঠোকড়ার ঠুক ঠুক আওয়াজ
[verse]
কালচে পাতার ফাঁকে ফাঁকে নিঃশ্বাসগুলো যেন আটকে আছে
গোধুলীর এই নিস্তব্ধতায় প্রতিধ্বনিগুলো কানে বাজে
গোধুলী যেন জীবনের শেষ মুহূর্তের বিভীষিকা; ভোরের বিপরীত, সে যেন অন্ধকারের যমদূত
উল্লাসিত তেতুল গাছে কেমন ঝুপ করে আতঙ্ক নেমে পড়ে
কেউ প্রাণভরে দেখেনা গোধূলী দৃশ্য
কেউ অনুভব করে বলে না, আহা !
কেউ চায় না গৌধুলীর লাল আভায় নিজকে মাখতে।
খোলা প্রান্তরে কেউ হাটে না গোধুলির সঙ্গী হয়ে।
সে যে শুধু দুঃখ, জরা আর ভয়ের উপমা।
[pre*chorus]
গোধুলীর এই ঘোরলাগা রঙ ভয়ানক চোরাবালি
দিগন্ত নিঃশব্দ আর্তনাদে হাহাকার
উপায় কি আছে কোন দিগন্ত পেরোবার ?
[chorus]
কেন এত আয়োজন করে ভয় পাই আমরা?
কেন আধারে আমাদের এত ভয়?
কেন অজানার ভয় কুকড়ে রাখে এভাবে?
আধার কেন এখনো হলো না করা জয়?
Random Song Lyrics :
- al tizrok - אל תזרוק - avoda zmanit - עבודה זמנית lyrics
- william afton vs. mr. krabs - rap battle! (2023) - dilly (lrb) lyrics
- valley - lil dre lyrics
- pistooli - chef meik lyrics
- prometiste - eden muñoz & los nuevos arrendados lyrics
- glow v.2 - addy (band) lyrics
- goodbye my morning star - two feathers lyrics
- mmm (acoustic version) - obladaet lyrics
- fukumean (drill version) - leon keed lyrics
- gyat ! (alternate version pitched) - tay spades lyrics