
dhusor somoy - artcell lyrics
[verse 1]
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন
আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে হে…
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন
আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে হে…
[pre chorus]
আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে
[chorus]
জীবনের কাঁটা তারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়
তবু আমি…
[verse 2]
কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে
দুজনার শরীর মেশাই
কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে
দুজনার শরীর মেশাই
[pre chorus]
আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে
[chorus]
জীবনের কাঁটা তারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়
জীবনের কাঁটা তারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়…
তবু আমি…
Random Song Lyrics :
- spaces (dj ryan remix) - vitesse x lyrics
- on me 2 / stylin - rachyl lyrics
- esqueceu porra nenhuma - biel lyrics
- заберу (i'll take) - dakln lyrics
- mlanjeni - tyler icu lyrics
- v tvoih gubah / в твоих губах - 7afa lyrics
- call my name - risshy lyrics
- king koopa - david sko lyrics
- cop a cd - speach impediments lyrics
- herz im takt - backland lyrics