
probhu - artcell lyrics
[verse 1]
জড়িয়ে আকাশ আঁধার আলোয়
শীতের হিমেল হাওয়ায়
তুমি তো এসেছো, মুক্তিদাতা
মাটির এ ধারায়
[chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
[verse 1]
জড়িয়ে আকাশ আঁধার আলোয়
শীতের হিমেল হাওয়ায়
তুমি তো এসেছো, মুক্তিদাতা
মাটির এ ধারায়
[chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
[verse 2]
তুমি তো এসেছো অবহেলিত
নিপীড়িতদের তরে
পাপ*কালিমা মুছে দিয়ে সব
বাঁধবে তুমি প্রেম ডোরে
তুমি তো এসেছো অবহেলিত
নিপীড়িতদের তরে
পাপ*কালিমা মুছে দিতে সব
বাঁধবে তুমি প্রেম ডোরে
[chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
[verse 3]
তুমি তো এসেছো, শান্তিদাতা
অশান্ত পৃথিবীর তরে
নিয়েছো কাঁধে সব দুঃখ, ব্যথা
ভালোবেসে মানুষেরে
তুমি তো এসেছো, শান্তিদাতা
অশান্ত পৃথিবীর তরে
নিয়েছো কাঁধে সব দুঃখ, ব্যথা
ভালোবেসে মানুষেরে
[chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
[chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
Random Song Lyrics :
- ends & extendos (snes remastered) - dopeystar lyrics
- interlude - ikezero lyrics
- back for me - lil cactus lyrics
- burnin - petit biscuit lyrics
- same problems + more money - 2027 lyrics
- what you know anyway - holden stephan roy lyrics
- diz que sim - paulo gonzo lyrics
- vse viju - mayot lyrics
- я не чувствую (i don't feel) - ликвид (liquide) lyrics
- big bag - mc virgins lyrics