
rahur gras - artcell lyrics
Loading...
[verse 1]
শূন্যতায় এঁকেছি গভীরতা
দৃপ্ত নেশায় উন্মাদ স্বচ্ছতা
জানিনা জীবনের, সেই সলতে কোথায়
ঝড়ো বাতাসেও, প্রদীপ জ্বালায়
স্বপ্নঘোর এ ধরায় মগ্ন এক বিলাসিতায়
[chorus]
পাষণ্ড এ জগতের কোথায় শেকড় গাড়া
ব্যর্থ শৃঙ্খলিত মনে তারই ছায়া
পাপের দংশনে দংশিত এ রক্ত ধারায়
শেষ প্রহরে শ্বাসরুদ্ধ রাহুর ছায়ায়
[guitar solo]
[verse 2]
স্বপ্নের ছায়ায় কারো উষ্ণতায়
ঝাপসা সুখে অশ্রু ঝরায়
অস্তমিত ঐ রবির
শেষ আলোকছটাও বিলীন
শ্রান্ত এক যুবা উদভ্রান্ত মৌন মলিন
দূর্ভোগের উপহাস কিসের স্বপ্ন, কিসের উষ্ণতা
ঘনঘোর আঁধার কোলে খোঁজে গন্তব্য শূন্যতা…
[guitar solo]
[chorus]
পাষণ্ড এ জগতের কোথায় শেকড় গাড়া
ব্যর্থ শৃঙ্খলিত মনে তারই ছায়া
পাপের দংশনে দংশিত এ রক্ত ধারায়
শেষ প্রহরে শ্বাসরুদ্ধ রাহুর ছায়ায়
Random Song Lyrics :
- drug fein :3 (feat. deathisbliss) - cutsleepy lyrics
- a pequena sereia ii - disney lyrics
- dear little café - noël coward lyrics
- distant - milena galasso lyrics
- 1942 (leech) - promise.1649c lyrics
- spread my wings (clark kent super mix without rap edit) - troop lyrics
- daiman ka7ky - دايما كحكي - ahmed santa - أحمد سانتا lyrics
- chrom - wryg lyrics
- brand new curse - killing bishop lyrics
- playing pretend - avarice in audio lyrics