
sritisarok - artcell lyrics
Loading...
তোমার ঘরে যত কথায়
যত সুরে আমাদের এ গানের শহর
শব্দ করে, আলো ভেঙে
অন্ধকারের মাঝে ফিরে যেতে
পুরনো সেই দিনের কথায় স্বপ্নাগারে
তোমার ভিড়ে যত আলোয়
তবুও নিভে পড়ে আছি আমরা যারা
অতীত হয়ে তোমার ঘরে
কথায় সুরে ইচ্ছে করে ফিরতে
পুরনো সেই দিনের কথায় স্বপ্ন হয়ে
তোমায় ছুঁতে আমার ভিতরে
অতীত ধরে হেঁটে হেঁটে
ইচ্ছে করে হারাতে
তোমাদের কাছে
হাজার শব্দে ভেসে
আমরা এসে আজ ভীড়ে মিলে মিশে
তবুও ঝড়ের বদ্ধঘরে
শব্দ ভেঙে ভেঙে
অতীত ছায়া স্পর্শ করে
চেনা চেনা চোখে
ছায়া রং হারিয়ে যায়
নিভিয়ে দেয় সময় কত স্মৃতি
তবু আমি
তোমায় খুঁজে পেতে চাই
পুরনো সেই দিনের সুরে
ফেলে আসা রূপকে
গানের আমি তুমি হারিয়ে যাব
মেঘের পরে মেঘে স্মৃতির ঘরে
সময় ভেঙে ভেঙে ভেঙে
অন্য রোদের অন্য সময়ে……
Random Song Lyrics :
- feelin' it - troy nōka lyrics
- farther down and further off - dominic bennett lyrics
- lyrical fluctuation (remix) - jigmastas lyrics
- you - ricki-lee coulter lyrics
- mercy (final breath) - random hero lyrics
- wahnsinn - fabian römer lyrics
- autumn tactics (chicane’s end of summer remix radio edit) - chicane lyrics
- satayera - gx soul lyrics
- evadez - andreea bălan lyrics
- fresh city - the cool kids lyrics