
toke vebe - as omix lyrics
[intro]
কাটে না ভোর আমার তোকে ভেবে
কাটে না ভোর আমার তোকে ভেবে
[verse]
যদিও তোমায় আমি ভালোবাসি
তবে কি ভুল হলো আমার?
চোখেরই পেছনে বেদনাগুলো করেছে সব আঁধার
অজানা কিসের মায়ায় ছুটে চলি প্রতিদিন আমি
কেন তুমি কিছু কথা দিলে কথা না রাখার নিয়মে?
[chorus]
কাটে না ভোর আমার তোকে ভেবে কি যে করি?
আমি যে তোর হয়ে ধীরে ধীরে দূরে সরি
কাটে না ভোর আমার তোকে ভেবে, তোকে ভেবে
কাটে না ভোর আমার তোকে ভেবে, তোকে ভেবে
[verse 2]
কি ক্ষতি করেছি বলো না তোমার?
মনে পড়ে খুব তোকে
আসে না রে ঘুম চোখে
কী জ্বালাতে মরি আমি
জানে না তো কেউ
জানে না তো কেউ
[chorus]
কাটে না ভোর আমার তোকে ভেবে
আমি যে তোর হয়ে ধীরে ধীরে দূরে সরি
কাটেনা ভোর আমার তোকে ভেবে কি যে করি?
আমি যে তোর হয়ে ধীরে ধীরে দূরে সরি
কাটে না ভোর আমার তোকে ভেবে, তোকে ভেবে
কাটে না ভোর আমার তোকে ভেবে, তোকে ভেবে
Random Song Lyrics :
- el aguacate - majo najas lyrics
- i'm too drunk to title this - nrthview lyrics
- me forjó mi pasado - lil thue feat. guza beats lyrics
- notatki z undergroundu - karim koszmar lyrics
- beni mwen - tigrouakagab lyrics
- bad luck - lil woodryc lyrics
- i wanna be with u (demo) - charli xcx lyrics
- tæt på ii - per vers lyrics
- whizzler - zarbex lyrics
- vuk vuk - lil vxct lyrics