
amon chena - ashes [bd] lyrics
Loading...
amon chena lyrics
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে না চোখে
এমন সুখের আনন্দের চাইতে
দুঃখ পাওয়া ভালো
আআআ… আহারেএএএএ
এমন মাটির বাসার চাইতে
আকাশের চিল ভালো
ছোট বেলার খেলার সাথী
বড় হয়ে বদলে গেছে
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে না চোখে
এমন গানের লাইনের চাইতে
বালিশ ধরে কান্না ভালো
এমন কথা শোনার চাইতে
ধুঁকে ধুঁকে মরা ভালো
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে নাহ চোখে
আআআ… আহারেএএএএ
এমন পোড়া মনের চাইতে
সুনীলের কবিতা ভালো
জনম ধরে কষ্টের কথা
বলতে বলতে জনম গেলো
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে নাহ চোখে
এমন সুখের আনন্দের চাইতে
দুঃখ পাওয়া ভালো
আমার একটা মানুষ হইলো না
যে আগা গোড়া জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না
যে আগা গোড়া জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না
যে আগাগোড়া জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না
যে আগাগোড়া জানবে আমারে
Random Song Lyrics :
- girls need love too - summer walker lyrics
- conan, o homem rã - irmãos catita lyrics
- milonga existencial - ângelo franco lyrics
- être à la hauteur - emmanuel moire lyrics
- dependo de deus - mara lima lyrics
- é amor demais - roberta miranda lyrics
- pra ser só minha mulher - roberto carlos lyrics
- pisada de elefante - jorge ben jor lyrics
- não tem jeito, não - roberta miranda lyrics
- malmequer - rui veloso lyrics