
urey jawa pakhir chokhe - ashes [bd] lyrics
Loading...
urey jawa pakhir chokhe lyrics
উড়ে যাওয়া পাখির চোখে
কাজল মুছে গেছে
অভিমানে না খেয়ে ঘুমিয়ে গেছে
তোমরা কী তারে বোঝাবা না ..
এত সামান্য বাতাসে, ঝরে পড়ে গেলে
কিভাবে দাড়াবে কালবৈশাখে ..
এখনো বাকি আছে বোঝাপড়া জীবনের
পুরনো দিনের খাতায়, বিপর্যস্ত কবিতা
নিভে গেলে দিপ্ত শিখা, আচমকা বাতাসে
জ্বালাবে জ্বালাবে আলো
কথা দিয়েছিলে নিজে।
এখনো বাকি আছে, সমঝোতা মরণে
হারানো দিনের মানুষ, বিপন্ন অতীতে
নিভে গেলে দিপ্ত শিখা, আচমকা বাতাসে
জ্বালাবে জ্বালাবে আলো
কথা দিয়েছিলে নিজে।
এত সামান্য বাতাসে, ঝরে পড়ে গেলে
কিভাবে দাঁড়াবে কালবৈশাখে .. হে..
Random Song Lyrics :
- malibu - mikey100k lyrics
- new song (aka strangers in the night) - interpol lyrics
- heat stroke - 888 (band) lyrics
- the price of agony - fit for a king lyrics
- keep talking - syer b x devlin lyrics
- lost woods. - dj dax lyrics
- drowner - the katies lyrics
- bad news (skit) - calvitron lyrics
- everyday drive - sheila and the insects lyrics
- bounce out with that - lil12jay lyrics