
এমন চেনা - ashes - ashes lyrics
Loading...
এমন চেনা চিনবে লোকে তাকানো যাবে না চোখে
এমন সুখের আনন্দের চাইতে দুঃখ পাওয়া ভালো
আ……… আ…… আহারে……
এমন মাটির বাসার চাইতে আকশের চিল ভালো
ছোট বেলার খেলার সাথি বড় হয়ে বদলে গেসে
এমন চেনা চিনবে লোকে তাকানো যাবে না চোখে
এমন গানের লাইনের চাইতে বালিশ ধরে কান্না ভালো
এমন কথা শোনার চাইতে ধুঁকে ধুঁকে মরা ভালো
এমন চেনা চিনবে লোকে তাকানো যাবে না চোখে
আ……… আ……… আহারে……
এমন পোড়া মনের চাইতে সুনিলের কবিতা ভালো
জনম ধরে কষ্টের কথা বলতে বলতে জনম গেলো
এমন চেনা চিনবে লোকে তাকানো যাবে না চোখে
এমন সুখের আনন্দের চাইতে দুঃখ পাওয়া ভালো
আমার একটা মানুষ হইলো না যে আগাগোরা জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না যে আগাগোরা জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না যে আগাগোরা জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না যে আগাগোরা জানবে আমারে
Random Song Lyrics :
- distinto - nou nueve lyrics
- superstar - jametris lyrics
- consciência negra - shiva (prt) lyrics
- where did we go wrong - thomas maguire lyrics
- oggi negli occhi (2024) - ornella vanoni lyrics
- tā bija, tā būs... - apvedceļš lyrics
- каждый раз (every time) - адлин (adlin) lyrics
- ven porque te necesito - remastered - los temerarios lyrics
- nights - simon shini lyrics
- endless summer - newz lyrics