
hin - ashes lyrics
চলো হারিয়ে, হারিয়ে যাবো
আনন্দ ধারায়!
আর একবার চলো ছুটে যাই,
আঁধার রং এর আলোয়!!
চলো হারিয়ে, হারিয়ে যাবো
আনন্দ ধারায়!
আর একবার চলো ছুটে যাই,
আঁধার রং এর আলোয়!!
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি!
অন্ধকারে পুড়ে যায় এ মন,
ফিরে আসো এই তোমাতে।
কি হবে ভিজিয়ে কান্না আজ বৃষ্টিতে,
যদি না ভেজাও এ মন
চোখ গুলো মেঘ হয়ে যায়
সারি সারি মেঘ, সাদা ঘুড়িটা
ঝরে যায় বৃষ্টি ধারায়।
কি হবে ভিজিয়ে কান্না আজ বৃষ্টিতে,
যদি না ভেজাও এ মন
চোখ গুলো মেঘ হয়ে যায়
সারি সারি মেঘ, সাদা ঘুড়িটা
ঝরে যায় বৃষ্টি ধারায়।
চলো হারিয়ে, হারিয়ে যাবো
আনন্দ ধারায়!
আর একবার চলো ছুটে যাই,
আঁধার রং এর আলোয়।
চলো হারিয়ে, হারিয়ে যাবো
আনন্দ ধারায়!
আর একবার চলো ছুটে যাই,
আঁধার রং এর আলোয়!!
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি!
অন্ধকারে পুড়ে যায় এ মন,
ফিরে আসো এই তোমাতে।
কি হবে জল হয়ে
যদি আকাশ মেঘহীন হয়
শব্দহীন শব্দ গানে
মেঘ গুলো মন হয়ে যায়
মনে মনে কতো ছুয়েছি যতো
আজ তুমি তোমার হলে
কি হবে জল হয়ে
যদি আকাশ মেঘহীন হয়
শব্দহীন শব্দ গানে
মেঘ গুলো মন হয়ে যায়
মনে মনে কতো ছুয়েছি যতো
আজ তুমি তোমার হলে
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি!
অন্ধকারে পুড়ে যায় এ মন,
ফিরে আসো এই তোমাতে।
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি!
অন্ধকারে পুড়ে যায় এ মন,
ফিরে আসো এই তোমাতে।
Random Song Lyrics :
- she goes down - wicked lester lyrics
- communiqué de l'évangéliste 2 - starmania lyrics
- flex trap - lil olek lyrics
- ornate delicate creatures - the delta riggs lyrics
- f.r.e.i - n p s t c lyrics
- desert hills - varin da memer lyrics
- sombre lumière - rdk fastlife lyrics
- kartas - young ellens & dodo lyrics
- la haine - snake lyrics
- n.o.w.h.e.r.e - cxrter lyrics