
natok - asif akbar lyrics
[verse 1]
আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
এত ভালো অভিনয় জানো তুমি তো
এত ভালো অভিনয় জানো তুমি তো
[refrain]
আগে বুঝিনি তো আমি, আগে বুঝিনি তো
[chorus]
ও আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
[verse 2]
যে হাসিতে একদিন এই মন গলেছে
সেই হাসি দাবানল হয়ে আজ জ্বলেছে
যে হাসিতে একদিন এই মন গলেছে
সেই হাসি দাবানল হয়ে আজ জ্বলেছে
ভালোবাসা হতে পারে এত অবহেলিত
ভালোবাসা হতে পারে এত অবহেলিত
[refrain]
আগে বুঝিনি তো আমি, আগে বুঝিনি তো
[chorus]
ও আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
[verse 3]
যে আশাতে একদিন স্বপ্নটা দেখেছি
সে আশার ছাই দিয়ে আজ মন ঢেকেছি
যে আশাতে একদিন স্বপ্নটা দেখেছি
সে আশার ছাই দিয়ে আজ মন ঢেকেছি
চেনা মন হতে পারে এত অপরিচিত
চেনা মন হতে পারে এত অপরিচিত
[refrain]
আগে বুঝিনি তো আমি, আগে বুঝিনি তো
[verse 1]
ও আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
এত ভালো অভিনয় জানো তুমি তো
এত ভালো অভিনয় জানো তুমি তো
[refrain]
আগে বুঝিনি তো আমি, আগে বুঝিনি তো
[outro]
ও আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
Random Song Lyrics :
- lily of the valley - jesse lee campbell lyrics
- different types - 289shawty lyrics
- slow dancing (overcoats remix) - aly & aj lyrics
- mystery - raymond sewell lyrics
- ran it - c3 official lyrics
- something in your mouth (live from red rocks) - nickelback lyrics
- expensive taste - yeat lyrics
- нет ответа (no answer) - хрися (hrisya) lyrics
- party - mc csm 08 lyrics
- ira'nos - part 4: defend - niovel lyrics