
o priya tumi kothay - asif lyrics
বুকের জমানো ব্যাথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে,
অন্যের হাত ধরে চলে গেছো দূরে;
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়,,,,
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়,,,,
বুকের জমানো ব্যাথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে,
অন্যের হাত ধরে চলে গেছো দূরে;
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়,,,,
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়,,,,
ভুল না হয় ছিলো আমার’ই বেশি,
করোনি ক্ষমা করেছো দোষী;
অভিমান লুকিয়ে রাখো যদি
থাকবো সারা জীবন অপরাধী;
প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেবো না,
শুধু একবার বলে যাও
কেনো আমার হলে না…?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
বুকের জমানো ব্যাথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে,
অন্যের হাত ধরে চলে গেছো দূরে;
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়,,,,
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়,,,,
ভাবিনি কখনো যাবে চলে,
আমাকে এভাবে একা ফেলে;
স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি
একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি;
প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেবো না, একবার বলে যাও কেনো আমার হলে না….?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
বুকের জমানো ব্যাথা কান্নার নোনা জলে,
ঢেউ ভাঙে চোখের নদীতে,
অন্যের হাত ধরে চলে গেছো দূরে;
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়.?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
বুকের জমানো ব্যাথা কান্নার নোনা জলে,
ঢেউ ভাঙে চোখের নদীতে,
অন্যের হাত ধরে চলে গেছো দূরে;
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়.?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়….?
ও প্রিয়া তুমি কোথায়….?
Random Song Lyrics :
- how u doin? - extended f@mm lyrics
- nossa hora - old saga lyrics
- everyone knows - attack! attack! (uk) lyrics
- rhymin' - hdbeendope lyrics
- me enamoré - yandel lyrics
- el cajoncito - el tigrillo palma lyrics
- motivated - apollo nineteen lyrics
- just a warning | مجرد تحذير - abady lyrics
- running things (king of the hill) - vandam bodyslam lyrics
- in my dream - runy lyrics