
aajibon - aurthohin lyrics
যদি বলি কখনো তোমায় “ভুলে গিয়ে এই চারিপাশ”
যদি বলি, “আমার পাশে বসে যাও আরেকটুক্ষণ”
যদি বলি, “ছুড়ে ফেলে দাও পৃথিবীর এই সব নিয়ম”
যদি বলি কখনো তোমায় “হাতে রাখো হাত আরেকটুক্ষণ”
তখন এ জীবন তোমার জানি হয়ে যাবে রঙ্গিন
হৃদয়েরই মাঝে রাখবো তোমায় সারাজীবন
তবে কেন এত বাঁধা? চোখে কেন এত ভয়?
রাখো হাত আমার হাতে গাই গান নতুন দিনের
যদি বলি, “সবুজ ঘাসের বিছানায় শুয়ে শুয়ে
নতুন কোনো এক গানে গুনি আকাশের সব তাঁরা”
যদি বলি, “ঐ নীল সাগরে ছোট এক নৌকো নিয়ে
হারিয়ে যাই বহুদূরে যেথা নেই কোনো কান্না”
আমি যে আছি বসে তোমারই অপেক্ষাতে
হৃদয়েরই মাঝে থাকবে তুমি সারাজীবন
তবে কেন এত বাঁধা? চোখে কেন এত ভয়?
রাখো হাত আমার হাতে গাই গান নতুন দিনের
যদি দেখি চারিদিক আঁধার, খুঁজে না পাই পথের শেষ
আসবে না চোখে জল আমার যদি তুমি থাকো পাশে
যদি কখনো ঝড় এসে ভেঙে দিতে চায় এ স্বপন
আগলে রাখবো তোমায় আজীবন
আজীবন…
আজীবন…
আজীবন…
আজীবন…
Random Song Lyrics :
- 4 a while - kc pejon lyrics
- lágrimas - mc duda do marapé lyrics
- h.b.i.c - donmonique lyrics
- si dieu veut me tester - axiom lyrics
- thunder in july - cannibal ox lyrics
- we’re pretty good - big mapp lyrics
- touch - benzel lyrics
- flying - garnet crow lyrics
- kung-fu grip - better living through chemistry lyrics
- real$hit - chiefjulz lyrics