
anmone - aurthohin lyrics
যখন চাঁদ ঘুমিয়ে পড়ে
আঁধার আকাশটাকে ফেলে
শুধু আমি জেগে থাকি তোমার ছবি বুকে নিয়ে
চেয়ে থাকি আকাশের তারায়
মিলিয়ে যায় সব যেন কোথায়
জানি এই রাত শেষে ফিরবে না তুমি আর
তবুও কেন যে আসে মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি
মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে?
কবিতা কি লেখ এখনও আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে?
বৃষ্টি ভেজা এই শরীরে
কান্না দেখে না কেউ আমার
অন্ধকার এই ঘরে ডাকি না কাউকে যে
পড়ি না আর সেই কবিতা
দেখি না যে আর জোছনা
অনুভূতিহীন দেয়ালে বন্দী আমি যেন একা
তবুও কেন যে আসে মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি
ও… মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে?
কবিতা কি লেখো এখনও আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে?
ভেঙ্গে যাক তোমার আমার মাঝের ঐ দেয়ালটা
এই যে দেখো দাঁড়িয়ে আমি তোমার হাত ধরবো বলে
মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে?
কবিতা কি লেখো এখনও আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে?
Random Song Lyrics :
- body can't lie - the kemist lyrics
- tingel tangel (stachu) - koli lyrics
- walk like - j-live lyrics
- burn - reside lyrics
- magico - abe kayn lyrics
- interrobang - 일리닛(illinit) lyrics
- nausea ad nauseam (produkt remix) - society burning lyrics
- la blague - hustla lyrics
- records & tapes - the hold steady lyrics
- true (remix) (feat. paul wall) - chamillionaire lyrics