
aushomapto - aurthohin lyrics
Loading...
[verse 1]
তাকিয়ে থাকা শুণ্য দৃষ্টিতে
দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে
ওপাশের আলো ফাটল ধরায়
সব যুক্তিতে সব বিশ্বাসে
[pre chorus]
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে
সব আলো নিভিয়ে দাও
ঘুমাবো আমি আলোর শেষে
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের
[verse 2]
পৃথিবীর সব ঘুম
আমার চোখের পাতায়
জড় হয় কিসের আশায়
জানা নেই আমার
[pre chorus]
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে
[chorus]
সব আলো নিভিয়ে দাও
ঘুমাবো আমি আলোর শেষে
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের
[chorus]
সব আলো নিভিয়ে দাও
ঘুমাবো আমি আলোর শেষে
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের
[verse 3]
তবুও আঁধার শেষে দেখা দেয় আলো
অনেক সম্ভাবনার মাঝে খেলা করে রোদ
Random Song Lyrics :
- wax track - wolftekit lyrics
- 마른 하늘에 날벼락 (a balt from the blue) - d2ear lyrics
- rehabilitation boogie - lizard (70s) lyrics
- guilty - peter percy lyrics
- sweet secrets - storm of sorrows lyrics
- me sale redondo - sara socas lyrics
- no better than chance - the streets lyrics
- all my life - crazy j suave lyrics
- nipsey hussle - bambo the smuggler lyrics
- нету смысла (no sense) - snxfl4ke, lil tan3r lyrics