
bhalobashte janina - aurthohin lyrics
মাঝরাতে যখন এই ঘুমটা ভেঙে যায়
জানালা দিয়ে চাঁদের আলোর স্রোতধারায়
মনের ভেতর কে যেনো আমায় বলে যায়
আমার সাথে আয়, তুই আমার সাথে আয়
ঘুম ঘুম চোখে ভাবতে থাকি একাকী
কে ডাকে আমায়, কার কথায় আমার এ ঘুম হারায়
আমিতো একা একাই চলি পথ
কেউতো মোর আপন নয় সবাই যেনো পর
তারপরেই মনের মাঝে দেখি তোমার ছবি
ভাঙতে চায় দেয়ালটা সেই পুরনো অনুভূতি
বদ্ধ ঘরে আটকে থাকা নিশ্চুপ কবি
কলম ধরা হাতে আবার শুরু লেখালেখি
আমিতো ভালবাসতে জানি না
কাউকে তো কাছে টানতে পারি না
তবু তুমি থাকো যখন আমার পাশে
আমার কেনো এমন লাগে
সারারাত না ঘুমোদের দলে নাম লিখিয়ে
দেখি সকাল চায়ের কাপে অ্যাশট্রেতে
মনের ভেতর কে যেনো আমায় বলে যায়
আমার সাথে আয়, তুই আমার সাথে আয়
ঘুমহীন লাল চোখে ভাবতে থাকি কে ডাকছে আমায়
কার ছবি দেখি চোখের এই কোণায়
আমি তো এই রঙিন পৃথিবীতে
সাদাকালোকেই নিয়েছি আপন করে
তারপরেই মনের মাঝে দেখি তোমার ছবি
ভাঙতে চায় দেয়ালটা সেই পুরনো অনুভূতি
বদ্ধ ঘরে আটকে থাকা নিশ্চুপ কবি
কলম ধরা হাতে আবার শুরু লেখালেখি
আমিতো ভালবাসতে জানি না
কাউকে তো কাছে টানতে পারি না
তবু যখন তুমি থাকো আমার পাশে
আমার কেনো এমন লাগে
Random Song Lyrics :
- el necio - la beriso lyrics
- jovens da máfia - leozin & dudu lyrics
- bloco de notas - matin braga lyrics
- hug my soul (demo) - saint etienne lyrics
- michaelangelo sucks - fight the vomit lyrics
- down (kor. ver.) - a.c.e lyrics
- christie - bread of kaliwild & nottz lyrics
- chromium death mechanoid - bonehunter lyrics
- glück gehabt - achtvier lyrics
- a alma do tutu - nelson gonçalves lyrics