
chaite paro 3 (you have to bujhte hobe) - aurthohin lyrics
চাইতে পারো নিঝুম রাতে
আমার গাওয়া গান শুনতে
হঠাৎ করেই গান থামিয়ে
গিটারটা ছুঁড়ে ফেলে
বললাম, “চলো হারিয়ে যাই
সবকিছু ছেড়ে পালাই”
b*tch please!
হও তুমি যতই সুন্দরী
facebook*এ লাইক কাঁড়ি কাঁড়ি
আমার এই গিটার ছেড়ে
রাখবো কি হাত তোমার হাতে!
গান কি এত সস্তা নাকি!
এ কি তোমার মামার বাড়ি?
আটা*ময়দা মাখা selfie
জাতে উঠতে অনেক দেরি
গান কি এত সস্তা নাকি!
এ কি তোমার মামার বাড়ি?
আটা*ময়দা মাখা selfie
জাতে উঠতে
চাইতে পারো
চাইতে পারো dslr
সাথে দু’টো সাদা লেন্স
সাথে স্বপ্ন পাবার
ছয় ছয়টা hot model friend
ছবিতে গরিব*দুঃখী
পকেটে বড়লোকি
inbox*এ প্রেমপত্র
মুরাদ টাকলা ঠিকই
তোমার এই যশ*খ্যাতি
যেন smartphone*এর battery
যতই করো টিপাটিপি
charge চলে গেলে আমের আঁটি
এতই সস্তা photography!
সে কি তোমার মামার বাড়ি?
instagram কি দৃক গ্যালারি?
জাতে উঠতে অনেক দেরি
এতই সস্তা photography!
সে কি তোমার মামার বাড়ি?
instagram কি দৃক গ্যালারি?
জাতে উঠতে
চাইতে পারো
চাইতে পারো কোনো টিভির
কোনো এক অনুষ্ঠানে
নিজের ঢোল নিজেই পেটাতে
নিজের ঢোল নিজে পেটাতে
মিথ্যা দিয়ে ঘায়েল করতে আমায়
জনগণ কি ঘোড়ার ঘাস খায়?
যতই করো মিথ্যাচার
তাল গাছটা শুধুই তোমার
public আজ সবই বোঝে
you have to বুঝতে হবে
এতই সস্তা legend*গিরি!
সে কি তোমার মামার বাড়ি?
twin turbo*ওয়ালা গরুর গাড়ি?
জাতে উঠতে অনেক দেরি
এতই সস্তা legend*গিরি!
সে কি তোমার মামার বাড়ি?
twin turbo*ওয়ালা গরুর গাড়ি?
জাতে উঠতে
d*mn!
গিটার solo*টা দিতেই তো ভুইলে গেছি!
দর্শক শ্রোতা, এখন আপনারা শুনবেন guitar solo
শিশির!
Random Song Lyrics :
- tell you 'bout her - j.j. cale lyrics
- intro / gainer - mason lyrics
- trial & tribulations - jampi lyrics
- vos sos mis libros - valeria la ferrara lyrics
- aiza ary ianao - zay lyrics
- you said we were heroes - bermuda triangle (no) lyrics
- set it straight - coldxsnap lyrics
- 14608 - yungsirethebuddha lyrics
- mac daddy swampy - swampmahn lyrics
- brawl stars - blacktur lyrics