
chhera shopno - aurthohin lyrics
[verse 1]
পারবে আমায় এনে দিতে একটুকরো চাঁদের মাটি
কিংবা হিমালয়ের চূড়ার একটুখানি বরফ
নীল আকাশে ভেসে যাওয়া একটুকরো সাদা মেঘ
কিংবা আধাঁর রাতের তারায় লিখা একটি হরফ
পারবে দিতে নিকষ কালো অন্ধকারে সূর্যালোক
কিংবা দিতে নতুন একটি আমার সোনার বাংলাদেশ
মরুভূমির মাঝে কোন বিশাল এক নীল সাগর
কিংবা বলতে, কোথায় ঐ দূর আকাশের শেষ
[chorus]
চাওয়াগুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোঁয়া অকেজো এক ঝাপসা মুখ
তবুও আমার শ্যওলা ধরা প্রায় ছেড়া এই মনটাতে
করছে কেউ আবোলতাবোল অন্য রকম অনুরোধ
[verse 2]
পারবে দিতে সেগভিয়ার মিষ্টি ঐ হাত দু’টো
কিংবা সত্যজিতের লেখা নতুন কোনো এক গল্প
পারবে দিতে পিকাসোর হাতে লেখা সিম্ফোনি
কিংবা মোজার্টের আঁকা কোনো ছবির রংতুলি
পারবে দেখাতে আমায় ব্যর্থতার ব্যর্থ মুখ
নিঃস্ব কোনো মানুষের শেষ যাত্রায় হাসিমুখ
[chorus]
চাওয়াগুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোঁয়া অকেজো এক ঝাপসা মুখ
তবুও আমার শ্যওলা ধরা প্রায় ছেড়া এই মনটাতে
করছে কেউ আবোলতাবোল অন্য রকম অনুরোধ
চাওয়াগুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোঁয়া অকেজো এক ঝাপসা মুখ
তবুও আমার শ্যওলা ধরা প্রায় ছেড়া এই মনটাতে
করছে কেউ আবোল তাবোল অন্য রকম অনুরোধ
[verse 3]
চাইবো শুধু দুটি জিনিষ যদি তুমি পারো দিতে
চুপিসারে রেখে যেও যখন আমি ঘুমিয়ে
পারবে আমায় ফিরিয়ে দিতে রুপক নামের গানটারে
আর আমার গানের গলা‚ যা গেছে কাল হারিয়ে
হারিয়ে
Random Song Lyrics :
- ando - baby banton lyrics
- mira lo que hizo en mí jesús - emaus n.y. band lyrics
- tell me whyy - mental lyrics
- исповедь - show small 2004 (prod. by !eeatami) lyrics
- 4th of july - jordyn cedillo lyrics
- ego - stan zapalny lyrics
- статья (section) - гуф (guf) & st lyrics
- la nevera - conep & jon z lyrics
- final storm - silent winter lyrics
- im schatten des todes - schwarzer engel lyrics