
guti (the final) - aurthohin lyrics
[verse 1]
অন্ধকারের শেষে আলো দেখার আশায়
চোখ বুজে স্বপ্ন দেখার চেষ্টা কি তোমার?
মাঝরাতে ঘুমের মাঝে দুঃস্বপ্নের চিৎকার
লাগছে কেমন হতে আমার সাফল্যের শিকার?
[bridge]
চেয়েছিলে আঁকতে আল্পনা আমার রক্তে
ছুঁতে ওই নীলাকাশ আমায় ছুঁড়ে ফেলে…অন্ধকারে
[chorus]
ভেবেছিলে সবকিছু হবে সহজ
গুটির চালে সবাইকে করবে বশ
তোমার অস্তিত্ব আমার পায়ের নীচে
খেলার শেষটা হবে আজ এখানে।
[verse 2]
তোমার শেষ গুটির চালটা হয়ে গেলো কেমন যেন
স্বপ্ন আর বাস্তবতার মাঝে কি মস্ত ফাটল?
তোমার যত অভিনয় আর সস্তা কান্না
শুনিও তোমার বিবেকটাকে সামনে ধরে আয়না
[bridge]
চেয়েছিলে আঁকতে আল্পনা আমার রক্তে
ছুঁতে ওই নীলাকাশ আমায় ছুঁড়ে ফেলে…অন্ধকারে
[chorus]
ভেবেছিলে সবকিছু হবে সহজ
গুটির চালে সবাইকে করবে বশ
তোমার অস্তিত্ব আমার পায়ের নীচে
খেলার শেষটা হবে আজ এখানে…
[guitar solo]
[chorus]
ভেবেছিলে সবকিছু হবে সহজ
গুটির চালে সবাইকে করবে বশ
তোমার অস্তিত্ব আমার পায়ের নীচে
খেলার শেষটা হবে আজ এখানে…
Random Song Lyrics :
- 2wo phones - omar zekl lyrics
- night life - paris parrish lyrics
- sitting by the fire - soul low lyrics
- rap zombie - chillinit lyrics
- latte di lupa - yamba lyrics
- confession - sjava lyrics
- hey - nilüfer yanya lyrics
- du meine freundin - reinhard mey lyrics
- lift off - yung street lyrics
- i am the sea - admiral james t lyrics