
nikrishtho 3 - aurthohin lyrics
তুমি মরে গেলেও থামবো না আমি
খানকি মাগী এখন থামো
মিথ্যে কান্না অনেক হল
কি লিখবো জানি না, কি গাইবো ভাবি না
দুই পয়সার wh0re, তোমায় আমি চুদি না
ভেবেছিলে কি এখনো কাঁদি?
অন্ধকার হাতড়ে ফিরি?
আমি আর কাঁদি না, তোমায় নিয়ে ভাবি না
সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হই না
you make me sick
তোমার জন্য রঙিন চশমা
পৃথিবীটা ছিল মিথ্যে ঘেরা
আঁধারকে আলো ভেবে, তোমার অভিনয়ে
হয়েছিলো কবর মাটির বিছানা
ভেবেছিলে কি এখনো কাঁদি?
অন্ধকারে হাতড়ে ফিরি?
আমি আর কাঁদি না, তোমায় নিয়ে ভাবি না
সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হই না
তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি
এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে
তুমি নিকৃষ্ট
হে খানকি মাগী যাচ্ছো কোথায়?
আমার কথা শেষ হয় নাই
তুমি মরলেও থামবো না আমি
দাঁড়িয়ে থাকবো কবরের পাশে
যেদিন রাত্রে জোছনা উঠবে
ঘৃণায় ভিজবে তুমি মোর মূত্র দিয়ে
কারণ তুমি অমানুষ
ওয়াক থু!
তুমি অমানুষ
তুমি নিকৃষ্ট
তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি
এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে
তুমি মানে মগজ পচন
তুমি মানে কাপুরুষের ধর্ষণ
তুমি মানে মন বিকলাঙ্গ
তুমি মানে পচে যাওয়া রক্ত
তুমি মানে মগজ নষ্ট
তুমি মানে গর্ভপাতের কষ্ট
তুমি মানে পথভ্রষ্ট
তুমি মানে, তুমি মানে, তুমি মানে নিকৃষ্ট
আমিও বদলে গেছি
এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে
তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি
এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে
তুমি নিকৃষ্ট
থু!
Random Song Lyrics :
- yahweh's love - theodora lyrics
- vakamhanya makarimwa - enzo ishall lyrics
- máquina do tempo - pedro rhuas lyrics
- batalha contra o mal - michelle nascimento lyrics
- unruly vibes - valiant (unruly singa) lyrics
- "afterthought" (overwhelmed) - oldsoulma lyrics
- tell 'em again - dallas holm lyrics
- intro (who harder than me 3) - ar-ab lyrics
- hujan - tasya rosmala lyrics
- north atlantic - the seek wince lyrics