
shesh gaan - aurthohin lyrics
হারিয়ে গেছি আমি…
যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে,
পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে,
তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে
তাকিয়ে দেখি নেই যে তুমি গানটা লেখা শেষে
গানটা লেখা শেষে.
যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে
রাতের ঘুম, গানের গলা যাচ্ছে যেনো মরে
হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে
কখন জানি হঠাৎ আবার চোখে রক্ত ঝরে.
সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প আজ,
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ
দেখো আবার আসে না যেন তোমার চোখে পানি
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি
হারিয়ে গেছি আমি।
তাই এখন চাঁদের ভিতর চন্দ্রবিন্দু খুজি
নীল চোখে সুই ফুটিয়ে লাল ছবি আঁকি
চিন্তাগুলো আমার কেমন যেনো এলোমেলো
সূত্রগুলো উল্টো করে ভুল অংক কষি।
যখন আমি থাকবো না আর
যেও আমায় ভুলে
হয়তো ঘড়ির কাটার মত আসবো আমি ফিরে।
জানি বলছি আবোলতাবোল উলটাপালটা কথা
তবুও কেনো যাচ্ছে না যে মনের চাপা ব্যাথা।
সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ
দেখো আবার আসে না যেন তোমার চোখে পানি
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি
হারিয়ে গেছি আমি…
আমার এই শেষ গানটার শেষ অধ্যায়
যদি বলি একটি কথা পারবে কি শুনতে
আমার এপিটাফের গায়ে যেনো থাকে লেখা
গেতো গান এই মানুষটা
খুব মন্দ না
হারিয়ে গেছি আমি…
Random Song Lyrics :
- epäkohtelias - pyrythekid lyrics
- heart of the valley - the flower kings lyrics
- pas les mêmes - empty7 lyrics
- out of my mind - ivie lyrics
- cure 4 psycho - redhook lyrics
- scorpio rising - paris jackson lyrics
- machine - flaco (fra) lyrics
- today - isosceles kramer lyrics
- breathe me (acoustic) - jonathan roy lyrics
- you are god - david robertson (us) lyrics