
amar bhasha tomar desh - ausomapto lyrics
Loading...
কিসের টানে ঘুরে বেড়াই
খুঁজি আমি দেশবিদেশ
কিসের টানে ছুটে বেড়াই
ঘুরি আমি দেশবিদেশ
কিসের মানে খুঁজে বেড়াই
কবে শুরু কবে শেষ
কিসের মানে খুঁজে বেড়াই
কেন শুরু কেন শেষ
ওয়্যাক্
ভাষার নামে শহীদ হতে
রাজি আছি আমি আবার
কত রক্তে রাঙা হল আমার
আমার বাংলাদেশ
শিরায় শিরায় জাগুক আবার
আমার বাংলাদেশ
বাল সর্
কাকে দিচ্ছি এভাবে সান্ত্বনা
নেই দরকার আর নেই দরকার
এত যুদ্ধের পরেও আমি ক্লান্ত না
ক্লান্ত না না ক্লান্ত না
কাকে দিচ্ছি এভাবে সান্ত্বনা
নেই দরকার আর নেই দরকার
এত যুদ্ধের পরেও আমি ক্লান্ত না
ক্লান্ত না রে বাল ক্লান্ত না
আমি যাযাবর আমি জাতিস্মর
শত শহীদের হৃদস্পন্দনে
আমার বাংলাদেশ
যুদ্ধাহত ক্লান্ত তুমি আজোও
আমার বাংলাদেশ
কত রক্তে রাঙা হল আমার
আমার বাংলাদেশ
শিরায় শিরায় জাগুক আবার
আমার বাংলাদেশ
Random Song Lyrics :
- wo spiritual - olamide lyrics
- blonde soul - fariszam lyrics
- хилка (health) - 17 seventeen lyrics
- powder snow (interlude) - moons & afterglow lyrics
- slayer (destroy) - ikabodveins lyrics
- kendo part.0 - gaafara lyrics
- walk on by - kay starr lyrics
- att bygga en bro - organismen lyrics
- to be with you - yakamoto kotzuga lyrics
- r u still down - dre polo lyrics