
tumi chole jao (studio live) - ausomapto lyrics
Loading...
তুমি চলে যাও দূরে কোথাও
আমি আর নেই আগের মত
এত কলরব আর এত উৎসব
তবু আমার মাথা নত
আমি আবার কেনো বেসে ফেলেছি ভালো
কোথায় আমার হল ভুল
আমি আবার কেনো জ্বেলে ফেলেছি আলো
কোথায় হারালো সাদা ফুল
কি করে কোথায় কে হারিয়ে যায়
খুঁজে দেখা হয়নি আমার
এক*তরফা আমার এ সভা
নেভাতে পারিনি অন্ধকার
আমি আবার কেনো বেসে ফেলেছি ভালো
কোথায় আমার হল ভুল
আমি আবার কেনো জ্বেলে ফেলেছি আলো
কোথায় হারালো সাদা ফুল
ফেরা যাবে না ঘরে ঠিকানা গেছে সরে
আমি আমার মধ্যে নেই
শেষ হয়ে গেছে সবই এক ফ্রেমে থাকা ছবি
আমি আমার মধ্যে নেই
Random Song Lyrics :
- real struggles - enjoy lyrics
- beyond thoughts and images - burial to birth lyrics
- stupendium merchandise rap - the stupendium lyrics
- expelled - kid scoobie lyrics
- tru luv street - awfultune lyrics
- call ended - joshva lyrics
- γρανίτες kαι tσιγάρα - lex (gr) lyrics
- killshot - tickzy lyrics
- mayhem - blaue blume lyrics
- ελικόπτερο (elikoptero) - billy sio lyrics