
bujhe na bujhe - avoidrafa lyrics
Loading...
অনেক দিন পর যখন
আমরা হবো মুখোমুখি
প্রিয় চোখে তখন তুমি
ছাড়বে কি দীর্ঘশ্বাস?
বুঝে না বুঝে তুমি
বলবে কি কিছু কথা
না কি হারানোর কান্না চেপে তুমি
নিজেকে করবে আড়াল?
অনেক দিন পর যখন
নামবে নতুন কুয়াশা
রোঁদের চাদরে কি তুমি
পাবে তীব্র উষ্ণতা?
বুঝে না বুঝে তুমি
বলবে কি কিছু কথা
না কি হারানোর কান্না চেপে তুমি
নিজেকে করবে আড়াল?
কি অদ্ভুত তাই না?
ভাবি আমি
চলে গিয়ে তুমি
থাকবে সবটা জুড়ে!
কি অদ্ভুত তাই না?
ভাবি আমি
চলে গিয়ে তুমি
আসবে আবার ফিরে!
বুঝে না বুঝে তুমি
Random Song Lyrics :
- boiadeiro laçador - tibagi e miltinho lyrics
- fotbal a rap - labello lyrics
- payola - iamsu! lyrics
- i sold my soul to the devil - greydeadrat lyrics
- redrum - kaisson lyrics
- космос (kosmos) - анна седокова (anna sedokova) lyrics
- scam shit - scally milano lyrics
- de4dhe4d - bleaque and yung drax as 94ll0ws lyrics
- no love - yung.$avvo lyrics
- r.i.p pops witherspoon - kuna lyrics