
tobu keno - avoidrafa lyrics
Loading...
এ কেমন এলোমেলো সময়
কাক ভিজে আমাদের স্মৃতি ফিরে
আলোর সাথে চলমান ছায়া হয়ে
অজস্র শব্দ ফেরি করে
তবু কেন সকাল সন্ধ্যা
এতো রঙ্গিন লাগে
তবু কেনো দৃশ্যপট
এতো রঙহীন লাগে
আজ কোথাও শিরোনামে তুমি নেই
এ যেন এক অদ্ভুত ফেরারী নেশা
আজ কোথাও কোনো শব্দে তুমি নেই
এ যেন এক অদ্ভুত ফেরারী নেশা
তবু কেন সকাল সন্ধ্যা
এতো রঙ্গিন লাগে
তবু কেন দৃশ্যপট
এতো রঙহীন…
Random Song Lyrics :
- por el 305 - jamby el favo lyrics
- pop/stars (english cover) - lollia lyrics
- aftermath - adarsh jamuaar lyrics
- kā man būt - gunārs kalniņš lyrics
- v10! - autumn! lyrics
- dreams they do come true - marie n lyrics
- in vitro - viv albertine lyrics
- 5 speed - montae montana lyrics
- silent night - aurélie lyrics
- zone - robstar lyrics