
aaj theke aar kokhono - ayub bacchu lyrics
Loading...
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
আজ থেকে আর কখনো কাঁদবো না আর
নয়নে দেখবে না কেউ জলের রাশি
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
কতটা কষ্ট পেলে এই মন হয় শশ্বান
তোমার কাছে সবই খেলা প্রেম মানে পিছুটান।।
নিয়েছো কেড়ে সুখ নিয়েছো কেড়ে হাসি
যখনি বলেছি আমি তোমাকে ভালোবাসি
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
আজ থেকে আর কখনো কাঁদবো না আর
নয়নে দেখবে না কেউ জলের রাশি
যখনি বুঝেছো আমার কেউ নেই তুমি ছাড়া
তখনি আঘাত করো চোখে বয় জ্বলধারা।।
নিয়েছো কেড়ে সুখ নিয়েছো কেড়ে হাসি
যখনি বলেছি আমি তোমাকে ভালোবাসি
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
আজ থেকে আর কখনো কাঁদবো না আর
নয়নে দেখবে না কেউ জলের রাশি
Random Song Lyrics :
- redemption (slowed) - ooes lyrics
- wow !! - friends& (pop group) lyrics
- not myself - zai1k lyrics
- safari (remix) - bedvajb lyrics
- there ain't no going back - kenny campbell lyrics
- oops, i can dance - circus maximus (usa) lyrics
- l'amour du risque - butter bullets lyrics
- bread! - bear1boss lyrics
- own my mistakes - a spirit unites lyrics
- it don't hurt anymore - billy fury lyrics