
bangladesh - ayub bacchu lyrics
তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা, তুমি ছন্দের অন্ত্যমিল
তুমি বর্ষার প্রথম বৃষ্টি তুমি পদ্মফোঁটা ঝিল
তুমি প্রিয়তমার স্নিগ্ধ হাতে বন্ধনের রাখী
তুমি কষ্টের নিভৃত কান্নায় ভরা যন্ত্রণার সবি
তুমি শীর্ষ অনুভূতির পরে শূন্যতার বোধ,
তুমি আলতো স্পর্শে প্রিয়ার চাহনি গুমড়ে থাকা ক্রোধ।
তুমি ভোর রাত্রির প্রার্থনা, তুমি চেনা নদীর ঢেউ
তুমি সুখের সেই দিন গুলি শেষে হারিয়ে যাওয়া কেউ
তুমি ভ্রান্তি নয় বাস্তবতার শূন্য ভাতের থালা
তুমি লোভ-ঘৃনার ব্যাকরণে বিবেকের বন্ধ তালা
তুমি সংঘাত আর প্রতিঘাতে অস্থির রাজপথ
তুমি আজ ও আগামীর মাঝে বেদনার নীল ক্ষত।
তুমি চাওয়া না পাওয়ার ফাঁকে অসম সমীকরণ
তুমি অবুঝ রাগী প্রজন্মের হৃদয়ে রক্তক্ষরণ।
তুমি তারুণ্যের চোখের কোণে বিষণ্ণতার বাস
তুমি বুড়ো খোকাদের ইচ্ছেমত ভুলের ইতিহাস।
তুমি উদ্ধত মিছিলের স্রোতে গর্বিত মুখ
তুমি ভুল নায়কের হাতছানিতে মায়ের শূন্য বুক।
তোমার মাঝেই স্বপ্নের শুরু
তোমার মাঝেই শেষ
তবু ভালোলাগার ভালোবাসা তুমি
আমার বাংলাদেশ…
আমার বাংলাদেশ…
Random Song Lyrics :
- darlin' - grits (period) lyrics
- cookie cutter - dror lyrics
- minnesota - blacktones lyrics
- hush hush - holliday howe lyrics
- mercury - killxora lyrics
- gluten free - mamá tv lyrics
- still alive - black sun (power metal) lyrics
- patch adams - lions & acrobats lyrics
- my gym - offbeat lyrics
- anima su tela - beba lyrics