
jibonanonder kobitay - ayub bacchu lyrics
Loading...
চারিদিকে উৎসব পরিপুর্ণ নিয়ন আলোয়
আমার এ পৃথিবী ঘিরে আসছে আঁধার কালোয়
সানাইয়ের সুর নিয়ে যাবে দুর একটু একটু করে
আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ
ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় ।
বিশ্বাস যেখানে অবিশ্বাসের সুরে বেজে উঠেছে
থাকবে না আমার সে কথা বুঝতে যেন দেরি হয়েছে
মগ্ন ছিলাম তোমার ভালবাসার ইন্দ্রজালে
মানুষ আমি কেন তলিয়ে গেছি আমারই ভুলে
সানাইয়ের সুর নিয়ে যাবে দূর একটু একটু করে
আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ
ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় ।
Random Song Lyrics :
- juice - ryan cam lyrics
- ghost town - auryn lyrics
- te recuerdo - rimega lyrics
- la mienne - seizur lyrics
- leave your way - remastered - great gable lyrics
- trent'anni - therivati lyrics
- blue - joey vantes lyrics
- thank you. - tylor maurer lyrics
- high water - alley seventeen lyrics
- the violence - fabvl lyrics