
koshto pete valobashi - ayub bachchu lyrics
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
আশা নয়
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আছি ।।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আছি
বুকের এক পাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন তখন
অশ্রুফোঁটা দাও তুমি
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আছি
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আছি
যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল
চুপচাপ ঝরে পড়ে
আমার আকাশ জুড়ে
মেঘে ভরে গেছে ভুলে
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আছি ।।
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আছি
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয় ।।
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয় ।।
আশা নয়
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আছি ।।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আছি ।।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আছি ।।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আছি ।।
Random Song Lyrics :
- my very own privileged seat - saddest day lyrics
- saint - silver warehouse lyrics
- starfall - nedji lyrics
- first - asmae lyrics
- will - otto lyrics
- n.f.o.g [ no fakes on god ] - billztadon lyrics
- alright ok - abroad lyrics
- obsesionada - kuwayt lyrics
- banho de chuva - inquérito lyrics
- salvia x600 - skunk (jantar & kolak47) lyrics