
tumi chile - ayub bachchu lyrics
Loading...
শিরোনাম ঃতুমি চাইলে
গায়কঃআইয়ুব বাচ্চু
যোগ করেছেনঃএম এ রহমান রুমান
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়। (২)
আশা নয়…
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
বুকের এক পাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন তখন
অশ্রুফোঁটা দাও তুমি।
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি…
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মতো উড়ে
বিষাদের সবকটা ফুল
চুপচাপ ঝরে পড়ে
আমার আকাশ জুড়ে মেঘ
ভরে গেছে ভুলে…
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়। (২)
আশা নয়…
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
Random Song Lyrics :
- eve's freestyle - keanu blunt lyrics
- knocking on heavens door - mr. dui lyrics
- beginn meiner reise - breichle lyrics
- tapete - samuel uria lyrics
- en samachara ree - tippu lyrics
- madhuram madhuram - padma & sridevi lyrics
- lila frühling - trettmann lyrics
- kawasaki - pharfar lyrics
- last chance to love - nemra lyrics
- dust that moves - inch lyrics