
papri keno bojhena - azam khan lyrics
Loading...
[chorus]
সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
[instrumental break]
[verse 1]
তুমি আমি কেন দূরে দূরে?
খুঁজে বেড়াই ঘুরে ঘুরে
তুমি আমি কেন দূরে দূরে?
খুঁজে বেড়াই ঘুরে ঘুরে
মন কী যে চায়
কাটে শুধু বেদনায়
[chorus]
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
[instrumental break]
[verse 2]
এই মায়া ভরা পৃথিবী ছেড়ে
চলে যাবো চিরতরে
মায়া ভরা পৃথিবী ছেড়ে
চলে যাবো চিরতরে
সবাই চলে যায়
কতটুকুই বা পায়
[chorus]
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
Random Song Lyrics :
- hit (mashup) - last-dude lyrics
- ay qəlbi kövrək - nişanə baxışova lyrics
- will o’ wisps - ghost data lyrics
- love and peace - sound kim (사운드킴) lyrics
- runaway blues - gen and the degenerates lyrics
- acid - legionxiii lyrics
- eyes without a face - angel olsen lyrics
- personne - la f (fra) lyrics
- 90 graus - andréia alencar lyrics
- dead weight - blvckchvrch lyrics