
bhenge mor ghorer chabi - babul supriyo lyrics
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার
না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো
আভাসে দেখা দিল গগন*পারে
বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো
আভাসে দেখা দিল গগন*পারে
সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর*দুয়ারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা
বসে রয় রাত*প্রভাতের পথের ধারে
আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা
বসে রয় রাত*প্রভাতের পথের ধারে
তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক*পারাবারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
প্রভাতের পথিক সবে এল কি কলরবে
গেল কি গান গেয়ে ওই সারে সারে
প্রভাতের পথিক সবে এল কি কলরবে
গেল কি গান গেয়ে ওই সারে সারে
বুঝি*বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণবীণার তারে তারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার
না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
কে আমারে
কে আমারে
Random Song Lyrics :
- runaway - ero808 lyrics
- part of getting up - ceedubelu lyrics
- u.a.n. - muze sikk lyrics
- black and blue - neeve lyrics
- trial by fire - katie morey lyrics
- россия, вперёд! (go russia!) - игра слов (igra slov) lyrics
- retro magic - donhowe, koa lyrics
- run out of time - dangerous chic lyrics
- påskehus sangen pt. 2 - den friske prins lyrics
- a better way to live - the narcissist cookbook lyrics