
muchhe jaoa dinguli - babul supriyo lyrics
Loading...
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে।
মনে পড়ে যায়, মনে পড়ে যায়
মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি
মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি
দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।।
সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে
সেই সুর কাঁদে আজি আমার প্রাণে
ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায়
ভেঙ্গে গেছে আজ সেই মধুর মিলন মেলা
ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙ্গের খেলা
কোথায় কখন কবে কোন তাঁরা ঝরে গেল
আকাশ কি মনে রাখে।।
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
অ্যালবামঃ লুকোচুরি
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার
বছরঃ ১৯৫৮
বিভাগঃ ছায়াছবি
Random Song Lyrics :
- mimi interlude - latto lyrics
- как ветер (like wind) - kizaru lyrics
- all this hate - datboredboii lyrics
- niet safe - knaller, jojo air, sold circle lyrics
- turn and walk - huxley sun lyrics
- old mother hubbard - abc kids lyrics
- niggas with attitude - drownmili & burnkas lyrics
- teach me - jamila woods & oddcouple lyrics
- way too on - jimmy brown lyrics
- sounding joy - justin morgan lyrics