
pochish bochor(পঁচিশ বছর) - bagdhara lyrics
Loading...
আমি যদি পঁচিশ বছর বাঁচতাম রে
তবে তোমার কাছে আসতাম না
তোমায় ভালোবাসতাম না
কেন আমি পৃথিবীতে আসলাম রে
কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে
আমি যদি জন্মের আগে মরতাম রে
তবে তোমার দেখা পাইতাম না
তোমার ভালোবাসতাম না
কেন আমি পৃথিবীতে আসলাম রে
কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে
তবু কেন এতো মায়া রে
আমায় বেঁধে সুতো গিট খায়
আমার বেঁধে সুতো গিট খায়
প্রতি স্টেশন থামি কার আশায় রে
তোমার স্টেশন কখনো তো আসেনা
আমি যদি পঁচিশ বছর বাঁচতাম রে
তবে তোমার কাছে আসতাম না
তোমায় ভালোবাসতাম না
কেন আমি পৃথিবীতে আসলাম রে
কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে
Random Song Lyrics :
- like it way yesterday - jason donovan lyrics
- 마스크 (mask) - stellar (kor) lyrics
- wylin' - mr. thibs lyrics
- if thou survive my well‑contented day - hubert parry lyrics
- hypnotized - lucien parker & luke masih lyrics
- i will fool you - bothnia lyrics
- no man is ever gonna change u - girl online lyrics
- der weiberfreund - franz schubert lyrics
- paso de todo - elliot f lyrics
- σαν χουάν - stavros siolas lyrics