
proticchobi - bagdhara lyrics
Loading...
আঁধারের ঐ আকাশে দেখি তোমার প্রতিচ্ছবি
ভেসে আসো তুমি আমারি স্বপনে
আঁধারের কালো অন্ধকারে
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি এঁকে যায়।
আলোর ভীড়ে এঁকে যায় তোমার ছবি
আলোর ভীড়ে এসে হারিয়ে গেলে তুমি
খুঁজে ফিরি তোমায়
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি এঁকে যায়।
যদি কোনোদিন ভুল করে মনে পড়ে যায়
স্মৃতির পাতায় খুঁজে পাই
যদি কোনোদিন মেঘের ভাঁজে তোমাকে হারায়
বৃষ্টির শব্দে খুঁজে যায়!
ভেসে আসো তুমি আমারি স্বপনে
আঁধারের কালো অন্ধকারে
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি এঁকে যায়
Random Song Lyrics :
- nuh wife - alkaline lyrics
- rush! - jamn lyrics
- riina toto* - 13 block lyrics
- bloody mary - cosa ky lyrics
- sorgenbrecher (auf euch) (ohne strom) - die toten hosen lyrics
- a gonosz hétszer él - omen zenekar lyrics
- i tried to die young - marc with a c lyrics
- let's go home - eklo lyrics
- forest - g3rbvrii lyrics
- dangerous - b free (rapper) lyrics