 
hridoyer thikana (feat. julee) - balam feat. julee lyrics
এই হৃদয়ের ঠিকানা তুমি ছাড়া কেউ জানে না
তবু কেনো থাকো অচেনা একা একা ভালো লাগে না
এসো না মনের আঙিনায় সুরেলা সীমানায় মায়াবী কামনায় কখনো থেকোনা অজানায় রেখোনা নিরালায় বেলা অবেলোয়
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই দূরে বহুদূরে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে
এই হৃদয়ের ঠিকানা তুমি ছাড়া কেউ জানে না
তবু কেনো থাকো অচেনা একা একা ভালো লাগে না
মনের কোনো জানালা নেই তবু দেখো না অনায়াসেই ভালোবাসা বাধে বাসা চুপিচুপি ঘরে এসে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে
এই হৃদয়ের ঠিকানা তুমি ছাড়া কেউ জানে না
তবু কেনো থাকো অচেনা একা একা ভালো লাগে না
চোখের কোন সীমানা নেই যেতে পারে বহুদূরে
রাগ অনুরাগ অভিমানে তোমার আমার হৃদয় পুরে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে
এই হৃদয়ের ঠিকানা তুমি ছাড়া কেউ জানে না
তবু কেনো থাকো অচেনা একা একা ভালো লাগে না
এসো না মনের আঙিনায় সুরেলা সীমানায় মায়াবী কামনায় কখনো থেকোনা অজানায় রেখোনা নিরালায় বেলা অবেলোয়
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই দূরে বহুদূরে
এসো সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে চলে যাই
দূরে বহুদূরে
Random Song Lyrics :
- gutter er gutter (feat. björn rosenström) - erik og kriss lyrics
- kool with it - kooley high lyrics
- goodnight new york - vienna teng lyrics
- divarha - taham lyrics
- you're beautiful - you're beautiful lyrics
- bilarna förr - mora träsk lyrics
- schlechter mensch - kaynbock lyrics
- slice of heaven - melody sweets lyrics
- viva chihuahua - josé alfredo jiménez lyrics
- all you need is you - elmo (sesame street) lyrics