
ojhor brishti - balam feat. juli lyrics
Loading...
ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
পাগলে গিয়েছে আকাশ
বইছে বাতাস
আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি
হয়নি বলা কোন কথা শুধু হয়েছে অনুভূতি ।।
অল্প আঁধার দিচ্ছে ঘিরে
আবছা আলো নিচ্ছে ছুয়ে
আল্প করে হোকনা শুরু
ভালবাসা এখনো ভীরু
হয়নি বলা কোন কথা শুধু হয়েছে অনুভূতি ।।
ডাকছে সময় পিছু
বলবে কি মন কিছু
নিবিঢ় এই ভালবাসা
জড়ালো হায় কিছু আশা ।।
হয়নি বলা কোন কথা শুধু হয়েছে অনুভূতি
Random Song Lyrics :
- never enough - annisokay lyrics
- retro - hellafh lyrics
- loose fit (greg wilson and ché wilson edit) - happy mondays lyrics
- セカンド・ラブ (second love) - kaoru sudo lyrics
- qürur - talıb tale lyrics
- don't wake me up (distayne remix) - kaval lyrics
- loving you - heavn lyrics
- psycho of a man - cameron white lyrics
- opening a door - late night drive home lyrics
- пока я буду здесь - jelato (rus) lyrics