
chokhe chokhe - balam lyrics
Loading...
নারে নারে নুন নারে নারে নারে না
চোখে চোখে চোখ পড়েছে কি বলব মুখে
যে তোমায় সাজিয়েছে এত অপরুপে
চোখে চোখে চোখ পড়েছে কি বলব মুখে
যে তোমায় সাজিয়েছে এত অপরুপে
আমার কল্পনায় হাজার ভাষা নিরব দুখে দুখে-২
নুন নারে নুন নারা নারা নারা নুন নারে না
চাঁদও আজ লুকিয়ে গেছে মেঘের আড়ালে
ফুল যেন চায়না ফিরে পাপড়ি আর মেলে-২
আমার কল্পনায় হাজার ভাষা নিরব দুখে দুখে-২
তোমায় নিয়ে লিখতে পারি হাজার কবিতা
পাহাড়ের বুক হারিয়ে ঝড়ে পড়ে লাজুক লতা-২
নয়ন দুটি আড়াল কর রঙ্গিন ওড়না ঢেকে-২
চোখে চোখে চোখ পড়েছে কি বলব মুখে
যে তোমায় সাজিয়েছে এত অপরুপে -২
আমার কল্পনায় হাজার ভাষা নিরব দুখে দুখে -২
নারে নারে নুন নারা নুন নারা নারে নারে না নারে না নারে নুন নারা নারে নারে না
Random Song Lyrics :
- i swear - bkay lyrics
- crimideia - manger cadavre? lyrics
- gone - angelo lyrics
- duet - frankie cosmos lyrics
- who's gonna be your girl - shania twain lyrics
- aquecimento da macumbinha - pop andrade lyrics
- осторожно - darya raskova lyrics
- simplicity - misunderstood demon lyrics
- say amen (saturday night) - panic! at the disco lyrics
- up and down - mike gordon lyrics