
confusion - bangla five lyrics
Loading...
এই চেনা শহর, চেনা সময় সময় গড়ালে অচেনাও হয়
এই তোমায় নিয়ে আমি ভাবি তোমায় অনেক চিনে ফেলেছি
আসলে কি করেছি!
তোমায় আমি চিনি না আবার বোধয় চিনি তোমায় আমি চিনি না আবার বোধয় চিনি
এই ভালোবাসা দিলাম তোমায় কিন্তু একটা কিন্তু থেকেই যায়
যখন দূরে দূরে থাকো তুমি
তখন অনেক ভালোবেসে ফেলি হায় আসলে কি বেসেছি?
তোমায় ভালোবাসি না আবার বোধয় বাসি।
এইচেনা রাস্তা চেনা বাস ট্রেন চেনা অচেনায় দেখি
সবাই ছুটে চলে একলা কিংবা দলে দলে ঠিক কিংবা ভুলে
বইতে বইতে যেমন জল ক্যামনে ক্যামনে ক্যামনে সব এক হয়ে যায়
সুখ-দুঃখ কষ্টের পাহাড়ের ঝরণার মতো বয়ে চলা মানুষদের
আমি ডাকি না আমি ডাকি না আমি ডাকি না, নাকি ডাকি
আমি চিনি না আমি চিনি না, নাকি চিনি কাউকে আমি চিনিনা, আবার বো
ধয় চিনি কাউকে ভালোবাসি না আবার বোধয় বাসি
Random Song Lyrics :
- runaway - charlie muse lyrics
- mer och mer och mer - euskefeurat lyrics
- corazon - pepe aguilar lyrics
- inescriptible sensación - zona ganjah lyrics
- nonsense - cometha lyrics
- god's lonely man - apple1202384019 lyrics
- oz - lacrim lyrics
- word up - actual proof lyrics
- euro's 2014 (freestyle) - euro lyrics
- escape plan - ikillya lyrics