
ajana a kon bhela - bappa mazumder lyrics
লা*লা*লা, লা*লা
লা*লা*লা, লা*লা*লা
লা*লা*লা, লা*লা
লা*লা*লা, লা*লা*লা
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
অনন্ত এ প্রেম
শুধু যে পিছু ডাকে
চলেছি ভেসে আমি
সেই সে অচিনপুরে
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
অনন্ত এ প্রেম
শুধু যে পিছু ডাকে
চলেছি ভেসে আমি
সেই সে অচিনপুরে
আহ*আহ*আহ
আহ*আহ*আহ
আহ*আহ*আহ
আহ*আহ*আহ
তোমাকে ভেবে আলতো দুহাতে
কখনো ছুঁই ঘুমের ঘোরে
ভাঙে যে ঘুম প্রতি সকালে
তোমাকে চোখের পাতায় করে
তোমাকে ভেবে আলতো দুহাতে
কখনো ছুঁই ঘুমের ঘোরে
ভাঙে যে ঘুম প্রতি সকালে
তোমাকে চোখের পাতায় করে
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
আহ*আহ
কুয়াশা প্রহরে উষ্ণ আবেগে
কখনো জড়াই নিজের কোলে
কত রঙে আশার কথা
বেঁধেছি তোমার আঁচল জুড়ে
কুয়াশা প্রহরে উষ্ণ আবেগে
কখনো জড়াই নিজের কোলে
কত রঙে আশার কথা
বেঁধেছি তোমার আঁচল জুড়ে
অজানা এ কোন ভেলা
ভাসালে এই হৃদয়ে
অনন্ত এ প্রেম
শুধু যে পিছু ডাকে
চলেছি ভেসে আমি
সেই সে অচিনপুরে
Random Song Lyrics :
- floorplan - sara bareilles lyrics
- bacino - chamäleon quiz lyrics
- bruce willis - jodye basco lyrics
- go go go feat. temp - y-bash lyrics
- hoes str8 scando - trill clinton lyrics
- earth - superwalkers lyrics
- vengan (en vivo) - job gonzález feat. evan craft lyrics
- immortal mindstate - billy burnz lyrics
- simply spoke - it's d-money baby lyrics
- balkan - mastah d lyrics