
chhuti - bappa mazumder lyrics
এইতো ক’দিন পরেই ছুটি
এই ছুটিতেই যাবো বাড়ি
এইতো ক’দিন পরেই ছুটি
এই ছুটিতেই যাবো বাড়ি
সেই চেনা পথ সেই সে গাড়ি
আবার আমি দেবো পাড়ি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
এই ছুটিতেই যাবো বাড়ি
সেই চেনা পথ সেই সে গাড়ি
আবার আমি দেবো পাড়ি
এইতো ক’দিন পরেই ছুটি
কাটবে ক’দিন স্বপ্নলোকে
ঘুমের গাড়ি ছুটবে চোখে
কাটবে ক’দিন স্বপ্নলোকে
ঘুমের গাড়ি ছুটবে চোখে
উড়বে ঘুড়ি আকাশ ছুঁয়ে
মিলবে সময় দু’য়ে দু’য়ে
কাটবে ক’দিন স্বপ্নলোকে
ঘুমের গাড়ি ছুটবে চোখে
উড়বে ঘুড়ি আকাশ ছুঁয়ে
মিলবে সময় দু’য়ে দু’য়ে
দিন গুণে আজ চমকে উঠি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
আকাশ ছুঁয়ে দেখবো পাখি
দুপুর গড়াক বিকেল বাকি
আকাশ ছুঁয়ে দেখবো পাখি
দুপুর গড়াক বিকেল বাকি
প্রিয় মুখের প্রিয় হাসি
ফেরার সময় সর্বনাশী
আকাশ ছুঁয়ে দেখবো পাখি
দুপুর গড়াক বিকেল বাকি
প্রিয় মুখের প্রিয় হাসি
ফেরার সময় সর্বনাশী
দিন গুণে আজ চমকে উঠি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
এই ছুটিতেই যাবো বাড়ি
সেই চেনা পথ সেই সে গাড়ি
আবার আমি দেবো পাড়ি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
Random Song Lyrics :
- make it work - bizz'n lyrics
- this is always - georgie fame lyrics
- don't be late - saga (can) lyrics
- dobra dziewczyna na zawsze - bosski roman lyrics
- fotografie - nocivo regaz lyrics
- suspended in time (lp version street) - group home lyrics
- аутофобия - k8maffin lyrics
- red dread, blond dread - lil mik lyrics
- ruler van zuid - $keer&boo$ lyrics
- materia prima - geronación lyrics