ek muhurte(এক মুহুর্তে) - bappa mazumder lyrics
এক মুহুর্তে চলে যাওয়া এক মুহুর্তে ফেরা
এক মুহুর্তে নীরব ঠিকি পরক্ষনেই জেরা
এক মুহুর্তে ঘুমাও তুমি এক মুহুর্তে জাগো
এক মুহুর্তে শান্ত তুমি এক মুহুর্তে রাগো
এক মুহুর্তে দূরে সরাও আবার কাছে ডাকো
তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো
এক মুহুর্তে জলে ভাসো এক মুহুর্তে ক্ষরা
এক মুহুর্তে উদার তুমি পরক্ষনেই করা
এক মুহুর্তে অবুঝ তুমি এক মুহুর্তে বোঝো
এক মুহুর্তে হারাতে মন এক মুহুর্তে খোজো
এক মুহুর্তে ফিরিয়ে দাও আবার সাথে রাখো
তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো
আকাশ যেমন দিনে রাতে রোদ আর মেঘে রঙ বদলায়
তেমনি তোমার মনের খবর কাছ থেকেও পাওয়া না যায়(২)
এক মুহুর্তে মন ভালো নেই আবার দেখি ভালো
এক মুহুর্তে আনন্দ দাও আবার ব্যথা ঢালো
এক মুহুর্তে ভালোলাগা এক মুহুর্তে মন্দ
এক মুহুর্তে সরল সবি আবার দ্বিধা-দ্বন্দ্ব
এক মুহুর্তে স্বপ্ন দেখাও এক মুহুর্তে ভাঙ্গো
এক মুহুর্তে সাদাকালো পরক্ষনেই রাঙ্গো
এক মুহুর্তে উড়িয়ে দাও আবার কাছে ডাকো
তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো
তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো
তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো
Random Song Lyrics :
- andy waloo - rachid taha lyrics
- ささえる人の歌 (sasaeru hito no uta) - back number lyrics
- no love story - baby e the prince lyrics
- jamaica dynamite - sumika lyrics
- if only - yxl & -tion lyrics
- zeytinden aşımısın - haluk levent lyrics
- volta pelo mundo - quinta dose lyrics
- not to take sides - sneaky feelings lyrics
- scars on this guitar (live from the london palladium) - bon jovi lyrics
- you and eyes - jess and the ancient ones lyrics