hote pare - bappa mazumder lyrics
হতে পারে তোমার দু’চোখ
জোছনা রাতের আলো
সেই দু’চোখে আমার জীবন
ভীষণ আঁধার কালো
হতে পারে হৃদয় তোমার
ভালোবাসার নদী
জোয়ার*ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
জোয়ার*ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
হতে পারে ভুলটা আমার
একটু ভেবে বলো
মেনে নেবো এক লহমায়
মন্দটাকে ভালো
হতে পারে ভুলটা আমার
একটু ভেবে বলো
মেনে নেবো এক লহমায়
মন্দটাকে ভালো
হতে পারে হৃদয় তোমার
ভালোবাসার নদী
জোয়ার*ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
জোয়ার*ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
হতে পারে সাগর তোমার
আকাশ রঙে নীল
ছেঁড়া পালে পথ হারিয়ে
হয়েছি গাঙচিল
হতে পারে সাগর তোমার
আকাশ রঙে নীল
ছেঁড়া পালে পথ হারিয়ে
হয়েছি গাঙচিল
হতে পারে হৃদয় তোমার
ভালোবাসার নদী
জোয়ার*ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
জোয়ার*ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
হতে পারে তোমার দু’চোখ
জোছনা রাতের আলো
সেই দু’চোখে আমার জীবন
ভীষণ আঁধার কালো
হতে পারে হৃদয় তোমার
ভালোবাসার নদী
জোয়ার*ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
জোয়ার*ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
Random Song Lyrics :
- second life with emily - peach pit lyrics
- момент отчаяния (moment of despair) - paul kremleff lyrics
- ready - fianru lyrics
- mi control - myla lone lyrics
- daylight - floated lyrics
- fact tho - spadez lyrics
- infertile anti-womb - soulrot lyrics
- broken - peyton lyrics
- tennessee whiskey - patti labelle lyrics
- devil to the lamb - fur (nyc punk band) lyrics