
iccher ei batashe(ইচ্ছেরই বাতাসে) - bappa mazumder lyrics
ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে
উতলা এই আমি কার কি যায় আসে
জলে কি হারাবে
বরষায় ঊড়ুউড়ু মন তুমি কি হাত বাড়াবে?
ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে
উতলা এই আমি কার কি যায় আসে
জলে কি হারাবে
বরষায় ঊড়ুউড়ু মন তুমি কি হাত বাড়াবে?
উতলা এই মন কি ভাবে সারাখন
তুমি কি মনটা বোঝো?
বাহিরে ভিতরে কি যে আগুন জ্বলে
এমনই মন কি খোঁজো
মেঘে মেঘে যে উতলা মনটা
মেঘে মেঘে যে উতলা মনটা
আমিও আছি জেনো সে মেঘেরই আশেপাশে(২)
ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে
উতলা এই আমি কার কি যায় আসে
জলে কি হারাবে
বরষায় ঊড়ুউড়ু মন তুমি কি হাত বাড়াবে?
শ্রাবণে শ্রাবণে বরষা গোপনে
এসে কি যাবে চলে?
কিসেরই কারনে উড়ে যায় সুধা মন
কখনো দেখা হলে
উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা
উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা
আমিও আছি জেনো সে মেঘেরই আশেপাশে(২)
ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে
উতলা এই আমি কার কি যায় আসে
জলে কি হারাবে
বরষায় ঊড়ুউড়ু মন তুমি কি হাত বাড়াবে?
Random Song Lyrics :
- brxkxn wrld. - luminbeats lyrics
- köpek balığı - rota active lyrics
- alone in the dark pt2 - aj23 lyrics
- parce que c'est toi - vianney lyrics
- джекпот - pozzi lyrics
- super whatevs - ljesus lyrics
- the ballad of aslan - john wozniak lyrics
- kumbaya - the sandpipers lyrics
- dark clouds - no-one (producer) lyrics
- met drie - het zesde metaal lyrics