
kheyalipona - bappa mazumder lyrics
Loading...
যদি বলি চাও এদিকে
তুমি পা বাড়াও ওদিকে
খেয়ালিপনাতে ওঠো যে মেতে
কখনো বোঝনি আমাকে
যদি বলি চাও এদিকে
তুমি পা বাড়াও ওদিকে
রোদ্দুর খেলানো এ জীবন
চড়ুইভাতিতে বেছো মন
নিজেরই খেয়ালে সাজিয়ে
খেলা ভাঙো দৌড়ে পালিয়ে
খেয়ালিপনাতে ওঠো যে মেতে
কখনো বোঝনি আমাকে
সময় নয় এখন রূপকথার
দৈত্য*দানো আর এক রাজার
দাও খুলে মনেরই দুয়ার
আছে যে অনেক রঙ রাঙাবার
খেয়ালিপনাতে থেকো না আর মেতে
কিছু তো বুঝে নাও আমাকে
খেয়ালিপনাতে থেকো না আর মেতে
কিছু তো বুঝে নাও আমাকে
কখনো বোঝনি আমাকে
Random Song Lyrics :
- la vie en rose - ariana grande lyrics
- get money stay real - turk lyrics
- love is gone - d.j. dance house lyrics
- eastbound train - marika hackman lyrics
- over the hills and far away (live) - tarja lyrics
- entre tú y yo - la húngara lyrics
- ok - лсп (lsp) lyrics
- squad - jedenzet lyrics
- ich kann nix dafür - nena lyrics
- their lips, their breasts - soro lyrics