
mon lagate - bappa mazumder lyrics
Loading...
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[verse 1]
মনটা আমি রেখেছিলাম
তোমার কাছে জমা
তুমি তাকে কেটে ছিঁড়ে
দিলে দাঁড়ি*কমা
[verse 2]
যে মনটা নিলে তুমি
সেই মনটা আজ কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[verse 3]
আজকে তুমি কেমন করে
মন লাগাতে বলো
মন লাগিয়ে পাইনি ছুঁতে
দু’চোখ ভেজা জলও
[verse 4]
যে মনটা ভাঙলে তুমি
সেই মনটা আজ কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
Random Song Lyrics :
- st. joseph pier - i remember 2006 lyrics
- resposta - pitty & nando reis lyrics
- thousand hits - the prod fyrster lyrics
- interworld, akiaura - dispersia lyrics
- ay laçın - rəşad ilyasov lyrics
- thugstaz want to get high - mr. sancho lyrics
- bad nights - backstage version - matilde lyrics
- me mande uma carta - manoel gomes lyrics
- venom - exangel lyrics
- lighthouse - collabro lyrics