
proshno - bappa mazumder lyrics
Loading...
খুব যে সহজ তবুও কঠিন
নিজের কথাগুলো খুলে বলা দায়
কঠিন কথাই সহজ করে
বলবো যদি শুনবে কি আমায়?
বলতে গিয়ে আবার যদি
একটু এলোমেলো হয়ে যায়
এটুক জেনো আমার তুমি সব
অন্য কোনো নতুন প্রশ্ন নয়
একটু নাহয় দাও মনে ঠাঁই
না হয় যদি খুব বেশি ক্ষতি
ভাবনা ছাড়া সবটুকু বলে দিতে চাই
এটুক জেনো আমার তুমি সব
অন্য কোনো নতুন প্রশ্ন নয়
একটু হিসেব, জটিল তো নয়
খানিক ভাবো নাহয় আমায়
নীরব থেকে সবটুকু বুঝে নিতে হয়
এটুক জেনো আমার তুমি সব
অন্য কোনো নতুন প্রশ্ন নয়
খুব যে সহজ তবুও কঠিন
নিজের কথাগুলো খুলে বলা দায়
কঠিন কথাই সহজ করে
বলবো যদি শুনবে কি আমায়?
বলতে গিয়ে আবার যদি
একটু এলোমেলো হয়ে যায়
এটুক জেনো আমার তুমি সব
অন্য কোনো নতুন প্রশ্ন নয়
Random Song Lyrics :
- ad el7ayah | قد الحياه - asfalt [egypt] lyrics
- feel the love - all the pretty people lyrics
- what i'm feelin' - anthony hamilton lyrics
- kan niet met je - jairzinho lyrics
- desolation of conjoined embodiment - coprocephalic lyrics
- patti peru - public access t.v. lyrics
- what y'all doin - yslog lyrics
- family rap cypher 2016 - ksi lyrics
- vip - dirtymaulwurf & presto lyrics
- little chicken - zheani lyrics