
sara jibon - bappa mazumder lyrics
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
আমি যদি ডালে থাকি
তুমি থাকো পাতায় যে তার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
আমি যদি ডালে থাকি
তুমি থাকো পাতায় যে তার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
দেখে তোমায় হয় যে মনে
হাটবাজারের পথ চেনো না
ভুল করে যায় পাড়ার লোকে
তুমি কোনো ভুল করো না
দেখে তোমায় হয় যে মনে
হাটবাজারের পথ চেনো না
ভুল করে যায় পাড়ার লোকে
তুমি কোনো ভুল করো না
আঁকাবাঁকা পথের খবর
নেইকো বাকি কিছু জানার
আমি যদি ডালে থাকি
তুমি থাকো পাতায় যে তার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
খাই পাবো কি মনের জলে
মনে আমার প্রশ্ন জাগে
বয়স আমার হোক না যতই
তোমার জন্ম আমার আগে
খাই পাবো কি মনের জলে
মনে আমার প্রশ্ন জাগে
বয়স আমার হোক না যতই
তোমার জন্ম আমার আগে
সাগরভাঙা স্রোতের খবর
নেইকো বাকি কিছু জানার
আমি যদি ডালে থাকি
তুমি থাকো পাতায় যে তার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
আমি যদি ডালে থাকি
তুমি থাকো পাতায় যে তার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
Random Song Lyrics :
- another yes (intro) - william murphy lyrics
- tarde - nilton cm lyrics
- cry - same days lyrics
- we never turn our lights off - boyo lyrics
- ca$hin' out - 999toolie lyrics
- diamond - rjm poet lyrics
- popeyes chicken - lil diabetes lyrics
- パリラリラ (palilalila) - kalma lyrics
- get cracking - old ben king lyrics
- wheelz of steel (a cappella) - outkast lyrics