
shopno ronger - bappa mazumder lyrics
স্বপ্ন রঙের সিঁদুর পরে
লজ্জা ভাঙানো সিঁথিতে
নষ্ট প্রণয় বিভেদ গড়ে
কান্না জড়ানো তিথিতে
স্বপ্ন রঙের সিঁদুর পরে
লজ্জা ভাঙানো সিঁথিতে
নষ্ট প্রণয় বিভেদ গড়ে
কান্না জড়ানো তিথিতে
অভিলাষে গড়া ভাঙনের এ প্রাসাদ
ধ্বসে গেছে প্রলয় আঘাতে
মায়াবী রূপের সে বিরহী বিষাদ
কেটে গেছে যে কালো প্রভাতে
স্বপ্ন রঙের সিঁদুর পরে
লজ্জা ভাঙানো সিঁথিতে
নষ্ট প্রণয় বিভেদ গড়ে
কান্না জড়ানো তিথিতে
মৃত আবেগের সুরতহাল
হলো আমার আজ অবশেষে
ভেজা হাসির মায়াজাল
কাটলো আমার বিবাগীর সে
মৃত আবেগের সুরতহাল
হলো আমার আজ অবশেষে
ভেজা হাসির মায়াজাল
কাটলো আমার বিবাগীর সে
অভিলাষে গড়া ভাঙনের এ প্রাসাদ
ধ্বসে গেছে প্রলয় আঘাতে
মায়াবী রূপের সে বিরহী বিষাদ
কেটে গেছে যে কালো প্রভাতে
স্বপ্ন রঙের সিঁদুর পরে
লজ্জা ভাঙানো সিঁথিতে
নষ্ট প্রণয় বিভেদ গড়ে
কান্না জড়ানো তিথিতে
বিরহী বিষাদ সমাহিত
হৃদয়ের শ্মশানতীরে
নব জলধারা অবারিত
সেই প্রলয় রীতিকে ঘিরে
বিরহী বিষাদ সমাহিত
হৃদয়ের শ্মশানতীরে
নব জলধারা অবারিত
সেই প্রলয় রীতিকে ঘিরে
অভিলাষে গড়া ভাঙনের এ প্রাসাদ
ধ্বসে গেছে প্রলয় আঘাতে
মায়াবী রূপের সে বিরহী বিষাদ
কেটে গেছে যে কালো প্রভাতে
স্বপ্ন রঙের সিঁদুর পরে
লজ্জা ভাঙানো সিঁথিতে
নষ্ট প্রণয় বিভেদ গড়ে
কান্না জড়ানো তিথিতে
Random Song Lyrics :